চিহ্নিত স্বাধীনতাবিরোধী, সন্ত্রাসী, মাদকসেবী, নারী নির্যাতনকারীসহ বিতর্কিত ব্যক্তিদের আওয়ামী লীগে স্থান না দেয়ার আহ্বান জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অপরদিকে, যোগ্য ব্যক্তিদের দলের ঢাকা মহানগর কমিটিতে রাখার তাগিদ দিয়ে পদ বাণিজ্য থেকে বিরত থাকতে সতর্ক করেছেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নেতারা এসব কথা বলেন।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য পদ নবায়ন ও প্রাথমিক সদস্য পদের ফরম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন ইউনিটের কমিটি গঠনের কাজ সুষ্ঠুভাবে দ্রুত শেষ করার তাগিদ দিয়ে যেকোনো অনিয়মের বিষয়ে সতর্ক করেন দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এসময় আওয়ামী লীগে কাদের রাখা যাবে না- সে বিষয়ে নির্দেশনা দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
অপরদিকে, রমনা কালী মন্দিরে আওয়ামী লীগের বন ও পরিবেশ কমিটির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময়, সরকারের ভিত্তি নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের জবাব দেন তিনি।
নির্বাচন ও আন্দোলনে পরাজিত হয়ে বিএনপি নেতারা অসংলগ্ন কথা বলছেন বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের নেতারা।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে