ময়মনসিংহে প্রধান শিক্ষককে মারধরকারী দপ্তরি রাকিব খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলা শিক্ষা কর্মকর্তা জানান, চাকরিচ্যুত করা হচ্ছে অভিযুক্তকে। শুক্রবার (২৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
শ্রেণিকক্ষ পরিষ্কার করতে বলায় গফগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার খানমকে বৃহস্পতিবার (২৭ মে) মারধর করে দপ্তরি রাকি। এ ঘটনায় দু’জনের নামে মামলা হলে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, দপ্তরি রাকিবকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। শিক্ষা কর্তৃপক্ষ থানায় অভিযোগ দিয়েছে। এর পরিপেক্ষিতে থানায় মামলা হয়েছে।
অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নির্যাতিত শিক্ষিকা ও এলাকাবাসীর। কান্না জড়িত কণ্ঠে গফরগাঁওয়ের বারইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার খানম বলেন, সন্ধ্যায় এসে সে আমাকে হুমকি দিয়েছে, আমি যদি থানায় যাই, তবে সে আমার পা কেটে ফেলবে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
সুত্রঃ সময় নিউজ