মালির গাও প্রদেশে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে সফল অভিযান চালিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনী। রোববার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০-২৬ মে পর্যন্ত জাতিসংঘের একটি লজিস্টিক কনভয়কে গাও হতে মেনেকায় স্কর্ট প্রদান করার জন্য দায়িত্বে রয়েছেন শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এর মধ্যে শনিবার (২২ মে) গাও হতে ২৩০ কিলোমিটার দূরে আকস্মিক ৮-১০ জন সশস্ত্র দুষ্কৃতিকারী মোটরসাইকেল যোগে কনভয়ের ওপর অতর্কিতে গুলি বর্ষণ শুরু করে। এসময় সন্ত্রাসীদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করে প্রতিরোধ গড়ে বাংলাদেশ শান্তিরক্ষীরা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনীর কৌশলের কারণে কোনো রকম ক্ষয়ক্ষতি ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সুত্রঃ সময় নিউজ
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি