ঢাকমঙ্গলবার , ১৮ মে ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলে ঢুকল ড্রোন

নিউজ ডেস্ক
মে ১৮, ২০২১ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

জর্ডান সীমান্ত দিয়ে ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি ড্রোন প্রবেশ করেছে। তবে সেটিকে ধ্বংস করার দাবি জানিয়েছে ইসরায়েলের সেনারা।

ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় মঙ্গলবার (১৮ মে) এক বিবৃতিতে বলেছে, সকালে জর্ডান সীমান্ত দিয়ে ড্রোন প্রবেশ করার সময় সেটিকে ভূপাতিত করা হয়েছে।

ড্রোনটি বেইত শাউন এলাকার দিকে যাচ্ছিল। সেনাবাহিনী ড্রোনটির ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে। ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ড্রোনটি জর্ডানের দিক থেকে প্রবেশ করলেও এটি কারা পাঠিয়েছে তা স্পষ্ট নয়। খবর পার্স টুডের।

ফিলিস্তিনিদের ওপর নতুন করে সর্বাত্মক হামলা শুরুর পর থেকে ইসরায়েল সীমান্তের দেশগুলোর জনগণও ব্যাপক প্রতিবাদ জানাচ্ছে। অনেকে প্রতিবাদ হিসেবে সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে প্রবেশের চেষ্টা করছে।

গত ১০ মে থেকে গাজায় সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। এর ফলে গাজায় এ পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ৫৮টি শিশু রয়েছে। অবশ্য ফিলিস্তিনিরাও ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি আগ্রাসনের জবাব দিচ্ছে।

সুত্রঃ সময় নিউজ

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি