জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বেশ কিছু এলাকায় রোববার (১৬ মে) ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। শনিবার (১৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর-চন্দ্র এলাকায় গ্যাসের জরুরি মেরামত কাজের জন্য রোববার (১৬ মে) সকাল ৯টা হতে রার ৯টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা গাজিপুর, কালিয়াকৈর, চন্দ্রা ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এসব এলাকার সব ধরনের গ্রাহক অর্থাৎ আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসময় পার্শ্ববর্তী এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি