প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসন্ন ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।
বুধবার (২৮ এপ্রিল) দুপুরে জি এম কাদেরের সহকারী একান্ত সচিব মো. আবু তৈয়ব প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মোহাম্মদ আবু জাফর রাজু’র গণভবন কমপ্লেক্সের বাসভবনে ঈদের শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
এর আগে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা কার্ড পাঠিয়ে সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা জি এম কাদেরকে শুভেচ্ছা জানান।
টুয়েন্টিফোর বাংলাদেশ নিউজ/এসকে
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি