অপেক্ষা ফুরাল বাংলাদেশ ক্রিকেট দলের। অবশেষে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পেল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় ২০ পয়েন্ট পেয়েছে টাইগাররা।
ইতোমধ্যে টেস্ট চ্যাম্পয়নশিপের ফাইনাল চূড়ান্ত হয়ে গেছে। ইংল্যান্ডে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ভারত ও নিউজিল্যান্ড। ভারত ৫২০ পয়েন্ট নিয়ে আছে সবার ওপরে। এছাড়া কিউইদের পয়েন্ট ৪২০।
৯ দলের এই চ্যাম্পিয়নশিপে পয়েন্ট পাওয়ার অপেক্ষায় ছিল বাংলাদেশ দল। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ম্যাচ ড্র হওয়ায় সমান ২০ পয়েন্ট যোগ হয়েছে শ্রীলঙ্কা দলেরও। বাংলাদেশ থেকে এক ধাপ এগিয়ে আছে শ্রীলঙ্কা। অষ্টম স্থানে থাকা লঙ্কানদের পয়েন্ট ১৪০।
এর আগে ক্যান্ডির পাল্লেকেলেতে পঞ্চম দিনে বৃষ্টির হানায় এক সেশন বাকি থাকতেই বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ ড্র ঘোষণা করা হয়। বৃষ্টি না থামায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
সূত্র: সময় নিউজ