মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ১৬০ কেজি জাটকাসহ সাতজনকে আটক করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার দিঘিরপাড় বাজারে অভিযান চালিয়ে জাটকাসহ বিক্রেতাদের আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভীন প্রত্যেক জেলেকে দুই হাজার টাকা করে সাতজনকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কামরুল ইসলাম, রবিউল ইসলাম, কাজল মিয়া, জাকির, হেলাল, রিপন ও জালাল।
পরে জাটকাগুলো স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা নিগার সুলতানা ও টঙ্গীবাড়ি থানার পুলিশ।
সূত্র: সময় নিউজ
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি