আন্তর্জাতিক ডেস্কঃ
নিজের তিন শিশু সন্তানকে গলা কেটে হত্যা করেছেন এক মা। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। এ ঘটনায় লিলিয়ান ক্যারিলিও (৩০) নামে ওই মাকে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করেছে সিটি পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) লস অ্যাঞ্জেলেস টাইমসের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, লস অ্যাঞ্জেলস শহর থেকে ২০০ মাইল দূরে তুলারে কাউন্টি এলাকার একটি বাসা থেকে তিন শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
ওই তিন শিশুর বয়স যথাক্রমে ৩ বছর, ২ বছর ও ৬ মাস। তাদের মধ্যে দুজন কন্যা ও একজন ছেলে শিশু। শিশুগুলোর নানি কাজ থেকে বাসায় ফিরে নিজের মেয়েকে ঘরে পাননি। তবে তিনটি শিশুকে তিনি রক্তাক্ত অবস্থায় মৃত দেখতে পান। পরে তিনি পুলিশকে বিষয়টি জানান।
পুলিশ জানায়, নিহত শিশুদের মা লিলিয়ান ক্যারিলিও ঘটনার পর গাড়ি চালিয়ে পালিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থল থেকে প্রায় এক শ মাইল দূরে নিজের গাড়ি রেখে অন্য একটি গাড়ি ছিনতাই করেন লিলিয়ান। পরে ধাওয়া করে ছিনতাই করা গাড়িসহ লিলিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।