বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর আজমপুর মহরআলী মার্কেটে একটি কাঠের সমীলে আগুন ধরিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে শ্রী সবুজবালা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। পরে সেই সমিলের মালিক শাখাওয়াত হোসেন মঙ্গলবার দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
এতে তিনি উল্লেখ করেন, শ্রী সবুজবালা নামের এই ব্যাক্তি তার কাছে বিভিন্ন সময় ফোন দিয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করছেন। তার সমিলে আগুণ ধরিয়ে দেওয়ার হুমকিও দেন তিনি।
শাখাওয়াত হোসেন জানান, আমার সমিলের নিরাপত্তার স্বার্থে আমি থানায় সাধারণ ডারেয়ী করেছি। এক সময় শ্রী সবুজ বালা আমার সমিলে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। কিন্তু তিনি দীর্ঘ সময় হয়েছে চলে গিয়েছেন। এখন তিনি ফোন দিয়ে আমাকে বিভিন্ন সময় হুমকি দেন।
এ বিষয়ে জানার জন্য শ্রী সবুজবালার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি