ঢাকশুক্রবার , ২৬ মার্চ ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিতে চায় পাকিস্তান

নিউজ ডেস্ক
মার্চ ২৬, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। চিঠিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নতুন মাত্রায় নিতে আগ্রহ দেখিয়েছেন। বৃহস্পতিবার (২৫ মার্চ) চিঠিটি আসে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।

পাকিস্তানি শাসনে শোষণ-বঞ্চনা আর নিপীড়নের অবসান ঘটিয়ে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে স্বাধীন হয় বাংলাদেশ। সেই বাংলাদেশ আজ শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করছে। এতে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সম্প্রতি শেখ হাসিনা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন ইমরান খানকে। কোভিড-১৯ আক্রান্ত ইমরানের দ্রুত আরোগ্যও কামনা করেছিলেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, একই ইতিহাস, একই বিশ্বাস, আর আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার স্বার্থ অভিন্ন হওয়ায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পাকিস্তান বিশেষ মূল্য দেয়।

বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিনির্মাণে দুই দেশের মানুষের প্রত্যাশা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘শতবর্ষ উৎসব এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের স্মরণ করিয়ে দেয় দুই দেশের জনগণের মধ্যে পুনর্মিত্রতা ও বন্ধুত্বের দূরদর্শী চিন্তাকে, যা পাকিস্তান ও বাংলাদেশের নেতারা সযত্নে লালন করেছিলেন।’

ইমরান লিখেছেন, ‘ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে আমাদের বিদ্যমান বন্ধনকে আরও মজবুত করতে চাই। দুই দেশের জনগণের ভবিষ্যৎ সম্পর্কিত হওয়ায় পরবর্তী প্রজন্মের জন্য আমরা নতুন কিছু করতে চাই।

সূত্রঃ সময় নিউজ

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি