অনন্য মামুন পরিচালিত ‘মেকআপ’ সিনেমাটি প্রদর্শন অযোগ্য বলে উল্লেখ করেছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। ফলে আপাতত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না সিনেমাটি। ২১ মার্চ রাত ৮টায় ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটারে মুক্তি পাচ্ছে ‘মেকআপ’। ৫০ টাকায় টিকেট কেটে যে কেউ সিনেমাটি দেখতে পারবেন।
এবার মুক্তি দেওয়া হয়েছে ‘মেকআপ’ সিনেমার ট্রেলার। আই থিয়েটার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ট্রেলারটি। ১ মিনিট ৪৯ সেকেন্ডের ট্রেলারটি প্রকাশের পর লুফে নিয়েছে বাংলা সিনেমা প্রেমীরা।
ট্রেলারে তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি, পায়েল মুখার্জীসহ অনেককেই দেখা গেছে। ইউটিউবে ট্রেলারের কমেন্টস বক্সে নাহিদ নামে একজন লিখেছেন, ‘এ আমি কি দেখলাম ভাই! এক কথায় অসাধারণ, নতুনদের হাত ধরে এমন ভালো গল্প নিয়ে এগিয়ে যাক বাংলা সিনেমা। জয় হোক বাংলা চলচ্চিত্রের।’ তার নিচে একজন লিখেছেন, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, গল্প বলার ধরন অসাধারণ।’
অন্যদিকে, নাসির লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্র অনেক উন্নতি হয়েছে।’ জাহেদ আহমেদ লিখেছেন, ‘জাস্ট অসাম। আই এম ওয়েটিং ফর দিস মুভি।’ সবমিলিয়ে ইতিবাচক মন্তব্যের ছেয়ে গেছে ‘মেকআপ’ সিনেমার ট্রেলারের কমেন্টস বক্স।
সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে যাওয়ার পর এর সমালোচনা করেছিলেন অনেকেই। নেট দুনিয়ায় আবারো সেই সমালোচনা করেছেন কেউ কেউ। মানহীন, রুচিহীন সিনেমা সেন্সর ছাড়পত্র না দিয়ে ‘মেকআপ’- এর মতো সিনেমাগুলো ছাড়পত্র দেওয়া উচিত বলে মনে করছেন অনেকে।
লাইট ক্যামেরায় বন্দি তারকাদের জীবন। মেকআপের কারণে তারা ব্যক্তিগত জীবনের অনেক সত্য লুকিয়ে রাখেন। চলচ্চিত্রের অনেক শিল্পী শুধু ক্যারিয়ারের কথা ভেবে সংসারজীবন পর্যন্ত আড়াল রাখেন। দিনশেষ ‘মেকআপ’ তুলে সবাইকে ফিরতে হয় আপন ঠিকানায়। যেখানে মেকআপ থাকে না, থাকে শুধু সত্য। এমন বিষয় নিয়ে ‘মেকআপ’ সিনেমাটি নির্মাণ করেছিলেন অনন্য মামুন। সেলিব্রিটি প্রডাকশনের ব্যানারে নির্মিত এ সিনেমায় ব্যায় হয়েছে প্রায় তিন কোটি টাকা।
সূত্রঃ সময় নিউজ