যোগ্য বক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেলে খিলগাঁও তালতলা মার্কেটের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি জানান।
দীর্ঘদিন পর রাজধানীতে বিএনপির সমাবেশ। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের উদ্যোগের প্রতিবাদে মহানগর উত্তর বিএনপির এই প্রতিবাদ সমাবেশ। এতে যোগ দেন কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিটি নির্বাচনগুলোতে অংশ নেওয়া বিএনপির মেয়র প্রার্থীরাও। দমন-পীড়নের সমালোচনা করে তারা বলেন, এভাবে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।
সরকার দেশ পরিচালনায় ব্যর্থ মন্তব্য করে নিরপেক্ষ নির্বাচনের জন্য নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানান বিএনপি মহাসচিব।
দাবি না মানলে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
সূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট টিভি