ঢাকরবিবার , ১৪ ফেব্রুয়ারি ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চতুর্থ দিনের শুরুতেই রাহীর জোড়া আঘাত

নিউজ ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২১ ১০:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা টেস্টের চতুর্থ দিন খেলতে নেমেছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিনের শুরুতেই সফলতা পেয়েছে বাংলাদেশি বোলাররা। সকালেই ব্রেক থ্রু এনে দেন পেসার আবু জায়েদ রাহী। মাত্র ২ রান করে রাহীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান জোমেল ওয়ারিকান। এরপর কাইল মেয়ার্সও টিকতে পারেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ৬ রানে তিনিও ফিরে গেছেন রাহীর বলে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৬২ রান। তাদের লিড দাঁড়িয়েছে এরই মধ্যে ১৭৫ রান। ২৩ রান নিয়ে অপরাজিত আছেন এনক্রুমাহ বোনার এবং শূন্য রান নিয়ে ব্যাট ব্ল্যাকউড।

এর আগে ৩ উইকেট হারিয়ে ৪১ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছিল সফরকারীরা।

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়েছিল ৪০৯ রানে। জবাবে বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ২৯৬ রান।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি