সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আটককৃত আসামি আবুল কালাম দীর্ঘ ৭ বছর প্রবাসে থেকে গত ৯ মাস আগে দেশের ফেরেন। দেশে আসার পর থেকেই জমিজমা নিয়ে তার চাচার সাথে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই গত ১৯ জানুয়ারি প্রথম তার চাচী ও পরে চাচাতো বোনকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান তিনি। এ ঘটনায় মামলা দায়ের হলে তদন্তে নামে সিআইডি পুলিশ।
কয়েক জায়গায় অভিযান পরিচালনার পর রোববার ঢাকার পাশ্ববর্তী ডেমরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আবুল কালামকে। এ মামলার অন্য আসামিদের সম্পৃক্ততাও খতিয়ে দেখা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম) জানান, গ্রেফতারকৃত আবুল কাশেম প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে।
সূত্রঃ সময় নিউজ
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি