বিশেষ প্রতিনিধিঃ
টিকার কার্টনগুলো সংরক্ষণ করা হয়েছে ইপিআই স্টোরে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ড. মাহফুজার রহমান জানান, প্রথম ধাপে আমরা ঠাকুরগাঁওয়ের জন্য ৪৮শ ভায়াল পেয়েছে। এতে ৪৮ হাজার ডোজ টিকা রয়েছে। যারা ভ্যাকসিন দিবে এবং সেচ্ছাসেবী তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শীঘ্রই প্রশিক্ষণ শেষে টিকা কার্যক্রম শুরু হবে।
প্রথম পর্যায়ে স্বাস্থ্যবিভাগ, পুলিশ, গণমাধ্যমকর্মী ও জনপ্রতিনিধিসহ ১৭ ক্যাটাগরির মানুষকে এ টিকা দেয়া হবে। টিকা পৌঁছানোর সময় ভ্যাকসিন কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি