ঢাকরবিবার , ৩১ জানুয়ারি ২০২১
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেরপুরে ট্রাক দুর্ঘটনায় নিহত ৪

নিউজ ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২১ ১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

এস.কে রনিঃ

শেরপুর সদর উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকার শেরপুর-ঝিনাইগাতি সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের সবাই অটোরিকশার যাত্রী। এতে আহত হয়েছেন অটোরিকশার আরো তিনজন।

রোববার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, যাত্রী নিয়ে নালিতাবাড়ী থেকে শেরপুর শহরের দিকে যাচ্ছিল অটোরিকশাটি। এ সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে জেলা সদর হাসপাতালে আরো একজন মারা যান।

দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নলজোড়া গ্রামের রোকসানা, একই উপজেলার চাঁদগাঁও গ্রামের মো. সেলিম, তিনআনি ঘুটুরা পাড়া গ্রামের আবদুল মান্নান ও অজ্ঞাতনামা এক পুরুষ।

আহত ব্যক্তিদের শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে। ট্রাকের চালক ও সহকারী পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি