মুন্না শেখঃ
গতকাল রাজধানীর কামারপাড়া এলাকায় দ্যা সেন্টার অফ লিগ্যাল এওয়্যারনেস-সি.এল.এ প্রতিষ্ঠানটি তাদেরসেচ্ছাসেবকদের আদর্শ সেচ্ছাসেবক গড়ে তোলার লক্ষ্যে কীভাবে একজন সক্রিয় স্বেচ্ছাসেবক হবেন কর্মশালা করেন।
কিছু করতে হবে এই তাড়না সর্বদা তাড়া করে সোহাইল জামিল সরকার নামে এক টগবগে যুবককে যিনি সি.এল.এ এর প্রতিষ্ঠাতা।
প্রতিষ্ঠানটিকে সংজ্ঞায়িত করলে মূল কাজদাঁড়ায় “সহজ ভাষায় জনসাধারণের মাঝে আইন বোঝানো”।
এ ধরনের প্রতিষ্ঠান বাংলাদেশে প্রথম।
গত ১২ ডিসেম্বর প্রতিষ্ঠানটির এক বছর পূর্তি অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল সেখান থেকেই প্রতিষ্ঠান্টির অতীত বর্তমানসম্পর্কে জানা।
সি.এল.এ মাত্র তিনটি শব্দের সমন্বয় হলেও এর প্রয়োজন অধিক বলে জানালেন আমন্ত্রিত অতিথিরা।
গতকাল আয়োজিত কর্মশালায় অতিথি ছিলেন রেজাউল করিম রনি,সায়মন ইসলাম ইয়াল,আবু বকর চৌধুরি,আশরাফহোসেন।
প্রতিষ্ঠাতা সোহাইল জামিল সরকার বলেন,এই কর্মশালা থেকে আমাদের সেচ্ছাসেবীরা শিক্ষা গ্রহণ করে আদর্শ সেচ্ছাসেবী হয়েউঠবে।