বিশেষ প্রতিনিধিঃ
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় হিরোইন উদ্ধারের ঘটনায় করা মামলায় আটক দুই নারীর যাবজ্জীবন কারাদন্ডের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করছে আদালত।
রোববার (১৭ জানুয়ারি) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত আাসামিরা হলেন, মোসা. হেলেনা আক্তার ও আফিয়া বেগম।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও এলাকায় এফডিসি রোডের সামনে থেকে হেরোইনসহ আসামিদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছে থাকা কাগজে মেড়ানো অবস্থায় মোট ১৮০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
জানা যায়, ২০১৮ সালের ১৪ নভেম্বর রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে এফডিসি রোডের সামনে থেকে হিরোইনসহ তাদের গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কাগজে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম ও ১২০ গ্রাম করে হেরোইন জব্দ করে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাদক আইনে মামলা করা হয়, এবং দুজনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ।