রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের তিনদিন পর ওমর আলী শেখ (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) বিকেলে উপজেলার জঙ্গল ইউনিয়নের ঢোলজানি গ্রামে বাজারের পেছনে একটি ঘাসক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওমর আলী ওই গ্রামের ওহেদ আলী শেখের ছেলে। তার মাথায় ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার কাঁচামালের ব্যবসায় সহযোগিতা করত ওমর আলী। গত শুক্রবার রাত থেকে হঠাৎ করেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও না পেয়ে রোববার তার বাবা বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সোমবার বিকেলে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান টোয়েন্টিফোর বাংলাদেশ নিউজকে বলেন, ‘ওমর নিখোঁজ হওয়ার ঘটনায় তার বাবা থানায় জিডি করেছিলেন। আজ (সোমবার) বিকেলে তার মরদেহ পাওয়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল থেকে সেটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ছেলেটির মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।