আন্তর্জাতিক ডেস্কঃ
করোনার ভ্যাকসিনের উৎপাদন শুরু করেছে রাশিয়া। শনিবার একথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
ভ্যাকসিনের প্রথম ব্যাচটি অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যকর্মীদের জন্য বরাদ্দ থাকবে। গ্যাম-কোভিড-ভ্যাক নামের ভ্যাকসিনটির দুটি ইনজেকশন নিতে হবে দুই বা তিন সপ্তাহের ব্যবধানে।এছাড়া ভ্যাকসিন নেয়ার পর রোগীদের পর্যবেক্ষণে রাখতে অ্যাপ তৈরি করেছে রুশ সরকার।
মস্কো’র গামালেয়া ইনস্টিটিউটের ভ্যাকসিনটি এই মাসের শেষের দিকেই বাজারে ছাড়ার পরিকলনা করছে রাশিয়া।
সূত্রঃ ভোরের ডাক
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি