ঢাকবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন গ্রেটার নোয়াখালি কিংস

SK Rony
আগস্ট ১৩, ২০২০ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ দূতাবাসা ভিয়েনার উদ্যোগে  এবং বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার সার্বিক তত্তাবধানে আয়োজিত বঙ্গবন্ধু মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩৮ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী কিংস। দশ ওভারে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের এই ফাইনালে শুরুতে নোয়াখালী কিংস ব্যটিং করে ৫ উইকেটে ১৫৪ রান করেন। রানার আপ মোহামেডান স্পোর্টিং ক্লাব দশ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৬ রান করে। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি জনাব  মোহাম্মদ আবদুল মুহিত। এছাড়াও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের মিশন উপ প্রধান রাহাত বিন জামান, দূতালয় প্রধান তারাজুল ইসলাম, প্রথম সচিব মালিহা শাহজাহান, বাংলাদেশ ক্রিকেট ক্লাব অস্ট্রিয়ার জাফর ইকবাল বাবলু এবং জায়েদ বিন শহীদ সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন  বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান খান সুমন, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি শফিকুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক মোহাম্মদ সুমনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত আবদুল মুহিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আগামী বছরগুলোতে বঙ্গবন্ধু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে বাংলাদেশ দূতাবাস ভিয়েনার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

সূত্রঃ ভোরের ডাক

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি