আন্তর্জাতিক ডেস্কঃ
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সকালে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি এক টুইট বার্তায় জানান, তার বাবা খুব ধীরে ধীরে চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি। এর আগে তার বাবাকে নিয়ে সামাজিক মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন অভিজিৎ মুখার্জি।
গত রবিবার রাতে বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। তার মাথায় রক্ত জমাট বাঁধে এবং স্নায়ুঘটিত সমস্যা দেখা দিলে দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে ভর্তি করা হয়। নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়ে তার।
প্রণব মুখার্জি ২০১২ সাল থেকে ২০১৭ পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি হন কংগ্রেসের এই প্রবীণ নেতা।
এর আগে বিভিন্ন সময়ে তিনি দেশটির অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মতো নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এক সময় আন্তর্জাতিক মুদ্রা তহবিল এবং বিশ্বব্যাংকের বোর্ডেও দায়িত্ব পালন করেন প্রণব।