সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার তারিখ জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২৭ সেপ্টেম্বর থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু হবে। প্রতিদিন ৪০ জনের মৌখিক পরীক্ষা হবে।
গত মঙ্গলবার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরসহ মৌখিক পরীক্ষার এ সময়সূচি প্রকাশ করে বিজ্ঞপ্তি দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
সময়সূচি অনুযায়ী ঢাকার আগারগাঁও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে মৌখিক পরীক্ষা।
সূত্রঃ প্রথম আলো
এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি