আফছার উদ্দিন ফরিদ ।
ভোলা লালমোহনে চরবাসিদের নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করলেন ভোলা-৩ আসনের এমপি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ২৮ সেপ্টেম্বর সোমবার লালমোহন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর কচুয়ায় কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, চরের বাসিন্দাদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্মদিন পালন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।
চরাঞ্চলের মানুষ অত্যন্ত অবহেলিত। এদের সুখ-দুঃখ জানতে খোঁজ খবর নিতে কেউ আসে না। আমার প্রিয় নেত্রী চরের এসব অবহেলিত জনগোষ্ঠীর খোঁজ খবর রাখেন এবং তাদের বসবাসের জন্য গৃহনির্মাণসহ সবধরনের ব্যবস্থা তিনি করেছেন এমপি শাওন বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর থেকে এই চরে কয়েক বার এসেছি। চরের সব শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে সেবা করেছি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ববাসীর কাছে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। তিনি সাধারণ মানুষের অধিকার দিয়েছেন। ভোলা – বরিশাল সড়ক নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, এই চর কচুয়ার ভাঙন রোধে রিং বেড়ি নির্মাণ করা হবে। চরের বাসিন্দাদের সুখময় জীবন ও বসবাস নিশ্চিত করতে সবধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। করোনা প্রকোপের মধ্যে দীর্ঘ আড়াই মাস আমি নিজের জীবন বাজি রেখে জনগণের পাশে ছিলাম। চরের লোকজনের মাঝে শাড়ি, লুঙ্গি, বাচ্চাদের জামাকাপড় ও খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন প্রমুখ