ঢাকশনিবার , ১২ সেপ্টেম্বর ২০২০
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শান্তিরক্ষা মিশনে শীর্ষস্থানে বাংলাদেশ

নিউজ ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২০ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

 

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে শান্তিরক্ষী পাঠানো দেশগুলোর মধ্যে আবারো শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

 

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশ থেকে সম্প্রতি ৬ হাজার ৭৩১ জন শান্তিরক্ষী পাঠানো হয়েছে। ৬ হাজার ৬৬২ জন শান্তিরক্ষী মোতায়েন করে দ্বিতীয় স্থানে অবস্থান ইথিওপিয়ার।

 

অন্যদিকে, তৃতীয় অবস্থানে থাকা রুয়ান্ডার ৬ হাজার ৩২২ জন শান্তিরক্ষী মোতায়েন রয়েছেন।

 

নেপালের ৫ হাজার ৬৮২, ভারতের ৫ হাজার ৩৫৩ ও পাকিস্তানের ৪ হাজার ৪৪০ জন শান্তিরক্ষী নিযুক্ত রয়েছেন জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে।

 

গত তিন দশকেরও বেশিকাল ধরে বহু দেশে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি শান্তিরক্ষীরা। ১৯৮৮ সালে প্রথম জাতিসংঘে ইউনিফর্মধারী কর্মী মোতায়েন করে বাংলাদেশ। সে সময়ে তাদের ইরান-ইরাক যুদ্ধবিরতি মনিটরে সাহায্য করতে মোতায়েন করা হয়েছিল।

২৪ বাংলাদেশ নিউজ/রা.ই.র

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি