ঢাকসোমবার , ১৪ অক্টোবর ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

প্রকৌশল গবেষণায় কাউন্সিল হচ্ছে, আইন চূড়ান্ত অনুমোদন

রিপোর্টারের নাম
অক্টোবর ১৪, ২০১৯ ১২:০০ অপরাহ্ণ
Link Copied!

প্রকৌশল গবেষণায় কাউন্সিল গঠিত হচ্ছে। এ জন্য ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন, ২০১৯’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেষ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয় এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ আইনে তেমন কোনো পরিবর্তন আনা হয়নি। আগের খসড়াই চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এ আইনটি নতুন এবং ধারণাটাও নতুন অর্থাৎ ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে আমাদের কোনো গবেষণাধর্মী প্রতিষ্ঠান ছিল না। কৃষিক্ষেত্রে বা শিল্পক্ষেত্রে থাকলেও প্রকৌশল গবেষণা ক্ষেত্রে নতুন এই আইন তৈরি করা হয়।’

তিনি বলেন, ‘এ আইনের কাঠামো হচ্ছে বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল নামে একটি কাউন্সিল থাকবে। এ কাউন্সিল জাতীয় প্রয়োজন অনুযায়ী প্রকৌশল বিজ্ঞানের প্রায়োগিক ক্ষেত্র যেমন পূর্ত, যান্ত্রিক ও বৈদ্যুতিকসহ সকল প্রকার অবকাঠামো যন্ত্রপাতি মালামালের নকশা প্রণয়ন উৎপাদন রক্ষণাবেক্ষণ ও গুণগত মান নির্ধারণ করবে।’

‘খসড়া আইন অনুযায়ী কাউন্সিলের অ্যাপেক্স বডি হিসেবে গভর্নিং বডি থাকবে। এ বডির ব্যবস্থাপনার জন্য প্রস্তাব করা হয়েছে একজন চেয়ারম্যান থাকবেন এবং পুরকৌশলবিদ, যন্ত্রকৌশলবিদ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশলবিদ, প্রশাসন ও অর্থনীতিবিষয়ক এবং প্রকৌশল ও অন্যান্য শাখা থেকে একজন মিলে পাঁচজন থাকবেন। ইঞ্জিনিয়ারিং ইনস্টিউউট থেকে প্রতিনিধি এবং সরকারের মনোনীত প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি প্রকৌশল প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি এবং যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি। সব মিলয়ে ১০ জনের কমিটি।’

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি