ঢাকশনিবার , ১২ অক্টোবর ২০১৯
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও বিচার
  4. আন্তর্জাতিক
  5. এক্সক্লুসিভ
  6. খেলা
  7. চাকুরীর খবর
  8. ফটোগ্যালারি
  9. বিজ্ঞান ও প্রযুক্তি
  10. বিনোদন
  11. বিবিধ
  12. রাজধানী
  13. রাজনীতি
  14. শিক্ষা
  15. শিল্প ও সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কৃষককে তুলে নেয়ার অভিযোগ, পাঁচ দিনেও সন্ধান মেলেনি

রিপোর্টারের নাম
অক্টোবর ১২, ২০১৯ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুরে শাহজাহান নামে এক কৃষককে দোকান থেকে তুলে নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। পাঁচ দিন পরেও কৃষকের সন্ধান না পাওয়ায় পরিবারের লোকজন চরম দুশ্চিন্তায় রয়েছে।

এদিকে কৃষককে আটকের বিষয়টি অস্বীকার করেছে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

প্রত্যেক্ষদর্শীরা জানায়, গত শনিবার সন্ধ্যায় সদর উপজেলার পশ্চিম দত্তপাড়ার আনারদিঘির পাড় এলাকায় একটি দোকানে বসা ছিল কৃষক শাহজাহান। এ সময় দুইটি মোটরসাইকেল নিয়ে চারজন সাদা পোষাকে অস্ত্রধারী পুলিশ দোকান থেকে শাহজাহানকে তুলে নিয়ে যায়। চারজনের মধ্যে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের মুন্সি কিবরিয়া ও এসআই মজিবুরকে চিনতে পেরেছে বলে স্থানীয়রা জানিয়েছে। এ সময় দোকানে থাকা লোকজন বাধা দিলে তাদের প্রাণনাশের হুমকিও দেয় তারা।

স্থানীয়রা জানায়, শাহজাহানের বিরুদ্ধে এখন পর্যন্ত থানায় কোন জিডি বা মামলা নেই। সে তার বাবার সাথে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে।

এই সাইটে বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি